খাগড়াছড়িতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান সামাজিক উৎসব বড়দিন উদযাপন

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান সামাজিক উৎসব বড়দিন উদযাপিত হচ্ছে আজ। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার  সকাল থেকে সারা বিশ্বের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও বড়দিনের উৎসবে মেতে উঠবেন খ্রিস্টধর্মের অনুসারীরা।

শুভ বড়দিন উপলক্ষ্যে সকালে খাগড়াছড়ির সদরস্থ খাগড়াপুর গির্জার পালক হেমঙ্কর ত্রিপুরা ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু করেন।

ঝলমলে গির্জায় বাহারি সাজে সেজে খ্রিস্ট ধর্মের অনুসারীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

খাগড়াপুর গীর্জার অনুষ্ঠান আয়োজক কমিটি জানান, আজকে ঈশ্বর যীশু খ্রিস্টের জন্মদিন। আজকে দিনব্যাপী আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, কার্টুন প্রদর্শনীর পাশাপাশি এতিম শিশু সহ সব বয়সী মানুষদের জন্য রয়েছে খাবারের আয়োজন রয়েছে। এই দিনটিতে আমরা চেষ্টা করি সবার সাথে আনন্দ ভাগাভাগি করার।

অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর সেনা জোন এর উপ অধিনায়ক মেজর রিয়াজুল হাসান বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় খাগড়াপুর এলাকার খ্রিস্ট ধর্মের অনুসারী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।