খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: খাগড়াছড়িতে পর্যটন খাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইড সিস্টেমের নিবন্ধনসহ পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ও জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা সদরের পর্যটন মোটেলে পর্যটন সহায়তা সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরি থেকে মোট ৫৫জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এতে ট্যুর অপারেটর ও ট্যুর গাইডদের নিবন্ধন প্রক্রিয়া, দায়িত্ব ও সেবার মান উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মসূচি শেষে দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের হলরুমে জেলা পর্যটন উন্নয়ন কমিটি শক্তিশালীকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক(যুগ্ম-সচিব) আবু সেলিম মাহমুদ-উল হাসান,উপ-পরিচালক মহিবুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সাবেক) জাবেদ আহমেদ,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া তাহের, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, নিটোল মনি চাকমা, শহীদুল ইসলাম সুমন, প্রফেসর আব্দুল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজ উল-শাকিক, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক কাঞ্চন কান্তি দাসসহ জেলা পরিষদের অন্যান্য সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে খাগড়াছড়ির পর্যটন খাতকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব।