খাগড়াছড়িতে পুলিশের ১৬৩ জন নবীন সদস্য হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে কুচকাওয়াজ
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাংলাদেশ পুলিশ ১৬৩ জন নবীন সদস্য হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) সকাল ৯ টায় খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে ১০ম টিআরসি ব্যাচ ২০২৪ এর শপথ গ্রহণের আয়োজন করা হয়।
এসময় বাংলাদেশ পুলিশ এন্টি টেররিজম ইউনিট অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল খোন্দকার রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন পুলিশ সদস্যদের হাতে পুরষ্কার তুলে দেন।
তিনি বলেন, দেশ মাতৃকার যে কোন সংকটে বাংলাদেশ পুলিশ আত্মত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে। পুলিশ নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখন্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদাপ্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
১০ম টিআরসি ব্যাচ ২০২৪ এ ১৬৩ জন নবীন সদস্য ৬ মাসের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা ট্রেনিং রিক্রুট কনস্টেবলদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।