খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত নতুন লেবুর জাত সনাক্তকরণ, চাষাবাদ এবং বংশবিস্তার কৌশল শীর্ষক “কৃষক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। বিনা’র হলরুমে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা বিভাগের যুগ্ম সচিব ডঃ মোঃ লুৎফর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ বিভাগের উপ-সচিব শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিকল্পনা ও মুল্যায়ন উইং এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলতাফ হোসেন, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র, খাগড়াছড়ির মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুস সাত্তার, বিনা ময়মনসিংহের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নুরুন-নবী মজুমদার, বিনা খাগড়াছড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রিগ্যান গুপ্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল আলম। বাংলাদেশ পারমাণু কৃষি ইনস্টিটিউট (বিনা), খাগড়াছড়ি উপ-কেন্দ্র আয়োজিত এই প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশ নেয়।