• November 13, 2024

খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

 খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি: ব্যাপক-উৎসাহ-উদ্দীপনা ও শো-ডাউনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিসবটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বিশাল শোভা যাত্রা বের হয়।

শোভা যাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে। এ সময় হাজারো নেতাকর্মীর শ্লোগানে শহর প্রকম্পিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে হয় সমাবেশ।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান ও জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল আসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরে ছুটি ঘোষণার দাবী জানান।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মংসাথোয়াই চৌধুরী, বেলাল হোসেন, কংচারী মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সহ-সভাপতি আমীর খান, নাসির সিকদার, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply