• June 17, 2024

যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা খাগড়াছড়িতে

 যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা খাগড়াছড়িতে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা যুবদল কেন্দ্রীয় কমিটি। এ উফলক্ষ্যে খাগড়াছড়ি জেলায় মতবিনিময় সভা করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।

২৬ মে রোববার খাগড়াছড়ি শহরস্থ বিএনপি’র নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জেলা শাখার সভাপতি মাহাবুব আলম সবুজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি মো. নুরুল ইসলাম নয়ন।

মতবিনিময় সভা শেষে কারামুক্ত ও কারাবরণ করা জেলা যুবদলের নেতাকর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান কেন্দ্রীয় নেতাকর্মীরা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সহ-সভাপতি মো. সাহেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য মো. ফিরোজ আবদুল্লাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মঈনুদ্দীন রুবেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য কামরুজ্জামান নান্নু, নির্বাহী সদস্য সাইফুর রহমান চৌধুরী শপথ প্রমুখ।

এছাড়াও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় জেলা যুবদলের প্রয়াত নেতা মো. ইব্রাহিম খলিলের কবর জিয়ারত ও তাঁর পরিবারের খোঁজখবর নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post