• April 19, 2025

খাগড়াছড়িতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ: সাংবাদিকের উপর হামলার নিন্দা

 খাগড়াছড়িতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সংঘর্ষ: সাংবাদিকের উপর হামলার নিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে শ্রমিক-পুলিশসহ ২০ জন আহত হয়েছে। তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২০জুলাই বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ভোট দেয়াকে ঘিরে শ্রমিকদের মধ্যে বাদানুবাদ দেখা দিলে পুলিশ সদস্যরা তা নিয়ন্ত্রনের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষে রূপ নেয়। শ্রমিকরা ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এসময় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য লাঠিপেটা করে এবং ২ রাউন্ড রাবার বুলেট ও গ্যাস গান ছুড়ে। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর শ্রমিকরা হামলা।
সংঘর্ষে ১৮জন শ্রমিক ও ২ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদেরকে উদ্বার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আলাউদ্দিন (৩২) কে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান খাগড়াছড়িতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিন নামে একজন শ্রমিক চোখে আঘাত পাওয়া উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান জানান, শ্রমিক ইউনিয়নের ভোটদানকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত । নির্বাচন ভোট প্রদানের সময় শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু তখন পর্যন্ত অনেক ভোটার ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার জায়গা সংকুলান হচ্ছিল না। এটা নিয়েই সংর্ঘর্ষের সূত্রপাত। শ্রমিকরা নিজেরাই সংঘর্ষের জড়িয়েছে। এসময় পুলিশ অবরূদ্ধ ছিলো। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষে চলাকালে যমুনা টিভি”র জেলা প্রতিনিধি মোঃ শাহরিয়ার ইউনুছের ছিনতাই,চ্যানেল টুয়েন্টিফোর জেলা প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক ও এশিয়ান টিভি প্রতিনিধি বিল্পব তালুকদারের উপর হামলা ঘটনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

কেইউজে সভাপতি প্রদীপ চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান পৃথক এক বিবৃতিতে হামলাকারী শ্রমিকদের শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় এনে এবং ছিনতাইকৃত ক্যামরা উদ্ধারের প্রশাসনের আশু পদক্ষেপ কামনা করছি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post