• November 21, 2024

খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

 খাগড়াছড়িতে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:  পাহাড়ের সাম্প্রতিক সময়ে সংঘাত, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে। ৬ অক্টোবর রবিবার খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি এইচ এম প্রফুল্ল, সাংবাদিক শাহরিয়ার ইউনুছ, শিক্ষাবিদ শালী তালুকদার, শিক্ষক আশা প্রিয় ত্রিপুরা, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজা ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিনহাজুর রহমানসহ বিভিন্ন পাহাড়ি-বাঙ্গালী গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভায় সম্প্রীতি বিনষ্ট করতে স্বার্থন্বেষী মহল যেন অনাকাঙ্খিতত ঘটনা আর ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান জানানো হয়। পারস্পরিক বোঝাপড়ার মধ্যদিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানান পাহাড়ি-বাঙালি নেতারা।

সম্প্রতি এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে পাহাড়ি শিক্ষার্থীরা খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান শিক্ষক আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানাকে পিটিয়ে হত্যা ও ফার্নিচার ব্যবসায়ী মামুনকে পিটিয়ে হত্যার খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙ্গালী সম্প্রীতি বিনষ্ট হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post