খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি’র বর্ধিতসভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সদর উপজেলা বিএনপি বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।
৮জানুয়ারি বুধবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির আয়োজনে পৌর টাউন হল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম ভূঁইয়া’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্ৰ চাকমা, জেলা বিএনপির সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপি’র যুগ্ম-সম্পাদক এড. মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা, যুব বিষয়ক সম্পাদক মাহাবুব আলম সবুজ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার।
বর্ধিত সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া খাগড়াছড়ি জেলা বিএনপির সুনাম অক্ষুন্ন রেখে দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দেন।
এসময় সভায় খাগড়াছড়ি সদর উপজেলার দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।