খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মতবিনিময় সভা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খনন্দকার ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সাংবাদিকদের সাথে খাগড়াছড়ি জেলার সার্বিক অবস্থা এবং সমস্যা উত্তরণের বিভিন্ন বিষয় নিয়ে কথা তুলে ধরেন সাংবাদিকদের সাথে।
২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি প্রেসক্লাব সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পুলিশ সুপার পার্বত্য জেলা খাগড়াছড়িতে যোগদানের পর সাংবাদিকদের সাথে বিভিন্ন তথ্য বহুল আলাপ চারিতার মতামত সন্তোষ প্রকাশ করেন।
এবং সভায় পর্যটন নগরী খাগড়াছড়ির পর্যটনের চিত্র, পাহাড়ের প্রকৃতি রক্ষার্থে বিভিন্ন পরামর্শ সহ শহরের রাস্তাঘাট দখলমুক্ত সুন্দর নগরী করতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন সাংবাদিকরা।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।