• July 4, 2025

খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কারে পৌর যুবদল

 খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে কবরস্থান পরিষ্কারে পৌর যুবদল

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা সদরে অবস্থিতি খেজুর বাগান,কুমিল্লাটিলা,আত্ম মানব,শালবন ও কেন্দ্রীয় কবরস্থানে যার জঙ্গলের কারণে কবর খোদাই করতে সমস্যার সম্মুখীন হতে হতো। সমস্যার সমাধানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,উন্নয়ন বোর্ডের সাবেক সকল চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় সদর পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কুমিল্লাটিলা ও খেজুর বাগান কবরস্থান পরিষ্কার কর হয়েছে।

২ জুন বুধবার সকাল থেকে পৌর যুবদলের শতাধিক নেতাকর্মীরা এই কাজে সক্রিয় অংশগ্রহণ করেন। তাদের উৎসাহ ও দিকনির্দেশনা দিতে সূর্যোদয়ের আগেই খেজুর বাগান কবরস্থানে দেখা মেলে খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি-মাহবুব আলম সবুজ,সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম,পৌর যুবদলের সভাপতি আবদুল মান্নান,সাধারণ সম্পাদক মোঃ মফিজ,হেলাল,সামছুল আলম সহ যুবদলের নেতৃবৃন্দের। পৌর যুবদলের সভাপতি আব্দুল মান্নান বলেন, শুধুমাত্র প্রিয় নেতা ওয়াদুদ ভূইয়া’র নির্দেশনায়,পৌর যুবদলের উদ্যোগেই কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন,ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে কাজ করছি এবং এই অভিযান চলমান থাকবে। স্বেচ্ছাশ্রমে কাজ করতে যাওয়াদের মধ্যে দুই-তিনজন ভিমরুল এর কামড়ে আহত হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply