খাগড়াছড়িতে হ্যালো bdnews24.com এর উদ্যোগে শিশু সাংবাদিকতায় দুই দিনব্যাপী কর্মশালা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: হ্যালো bdnews24.com এর উদ্যোগে খাগড়াছড়িতে শিশু সাংবাদিকতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন বাজার ফান্ড সম্মেলন কক্ষে ২০জন শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

এসময় তিনি বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। পাশাপাশি বাংলাদেশ একটি উন্নয়ন শীল দেশ। যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা মোবাইল এর প্রতি বেশী আসক্তি হয়ে পড়েছি। মোবাইল এ ক্ষতিকর আর ভালো দিক দুটোই রয়েছে। তবে মোবাইল এ ভালো দিকটা’কে গুরুত্ব দিয়ে ভালো কিছু করা সম্ভব। যেমন – মোবাইল এর মাধ্যমে সৃজনশীল কিছু আবৃত্তি উপস্থাপন, কবিতা, ভালো বক্তা হওয়ার কৌশল দেখে রপ্ত করা যায়। তাছাড়া তোমাদের দুই দিনব্যাপী এই কর্মশানার মাধ্যমে তোমরা তোমাদের আশাপাশে অনেক ধরনের অনিয়ম চোখে পড়লে তোমরা তা প্রতিবেদন আকারে হ্যালো bdnews24.com তে প্রকাশ করে দেশ তথা জাতির উন্নয়নে অবদান রাখতে পারবে। তোমরা এই প্রশিক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবে আগামীতে সাংবাদিক না-কি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে।

অনুষ্ঠানে bdnews24.com এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সমির মল্লিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, প্রশিক্ষক bdnews24.com আন্তর্জাতিক বিভাগের সহ সম্পাদক তনুশ্রী বিশ্বাস।