খাগড়াছড়ি আসনে ওয়াদুদ ভূইয়াসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

শেয়ার করুন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার ২৯৮ নম্বর সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৩ জানুয়ারি শনিবার শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে বৈধ, বাতিল ও স্থগিত মনোনয়নপত্রের তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, তফসিল ঘোষণার পর খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৬টি মনোনয়নপত্র বিক্রি হলেও ১৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ,৭ জনের মনোনয়ন বাতিল, এবং ১ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (বিএনপি), মো. এয়াকুব আলী চৌধুরী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মিথিলা রোয়াজা  (জাতীয় পার্টি), ধর্ম জ্যোতি চাকমা (স্বতন্ত্র), কাউছার আজীজি (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. নূর ইসলাম — (ইনসানিয়াত বিপ্লব), উশ্যেপ্রু মারমা (বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টি)।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, সমীরণ দেওয়ান (স্বতন্ত্র) সোনা রতন চাকমা (স্বতন্ত্র), লাব্রিচাই মারমা (স্বতন্ত্র), জিরুনা ত্রিপুরা (স্বতন্ত্র), মাওলানা আনোয়ার হোসাইন আজিজী (বাংলাদেশ খেলাফত মজলিস), দীনাময় রোয়াজা (গণ-অধিকার পরিষদ
সন্তোষিত চাকমা (বকুল)  (স্বতন্ত্র)।
এছাড়াও বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. মোস্তফা’র মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের প্রতিক্রিয়া মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপি প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া ও জামায়াতে ইসলামী প্রার্থী এয়াকুব আলী চৌধুরীসহ অন্যান্য বৈধ প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে খাগড়াছড়ি-২৯৮ আসনে নির্বাচনী উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই আসনটি বরাবরের মতোই এবারের নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল দায়ের: ৫–৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১০–১৮ জানুয়ারি,প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি,প্রচারণা শুরু: ২২ জানুয়ারি, প্রচারণা বন্ধ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট, ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি।

খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৩৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই একমাত্র সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। কেউ অসন্তুষ্ট হলে আইনানুগভাবে আপিল করার সুযোগ রয়েছে। সব মিলিয়ে, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে খাগড়াছড়ি-২৯৮ আসনে বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা যা ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।