ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে পার্বত্য জেলা খাগড়াছড়ির খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহের শুরু হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। এছাড়া ইনসানিয়াত বিপ্লব দলের আপেল প্রতীকের প্রার্থী মো. নূর ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মো. কাউছার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সমীরণ দেওয়ান, সোনা রতন চাকমা, ধর্ম জ্যোতি চাকমা, লাব্রিচাই মার্মা ও সন্তোষিত চাকমা।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন জানান, ২৪ ডিসেম্বর বুধবার পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন আচরণবিধি ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনটি জেলার মোট ৯টি উপজেলা নিয়ে গঠিত। পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই আসনটি বরাবরের মতোই নির্বাচনী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে। খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।