খাগড়াছড়ি ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোমবার খাগড়াছড়ি ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান। এসময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল রুবায়েত আলম ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুলফিকার আলী ।
এবছর বিজ্ঞান বিভাগে ১০৯ জন, মানবিক বিভাগে ৭৯ জন ও ব্যবসায় শিক্ষায় ৩৭ জন শিক্ষার্থী খাগড়াছড়ি ক্যন্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিবে।