• July 7, 2025

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

 খাগড়াছড়ি জেলা ছাত্রদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টটার:-

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের আওতাধীন সকল উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৬ জুলাই) বিকালে জেলা শহরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু,মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম ও সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে খাগড়াছড়ি আসন উপহার দিতে ছাত্রদলের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং নেতৃত্ব দিতে হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply