খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে মাটিরাঙ্গায় ছাগল ও সেলাই মেশিন বিতরণ

শেয়ার করুন

অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা: পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলার গোমতিতে দারিদ্রতা বিমোচনে ও বেকারত্ব রোধে কর্মজীবী মানুষের জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে ।

শুক্রবার দুপুর বারোটার দিকে গোমতি বড়ব্রীজ এলাকায় এ সব ছাগল ও সেলাই মেশিন বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মোঃ শহীদুল ইসলাম সুমন । তিনি সেলাই মেশিন গ্রহিতাদের উদ্দেশ্যে বলছেন, এ সব সেলাই মেশিন দিয়ে নিজ পরিবারের সদস্যদের জন্যে পরিধেয় বস্ত্র তৈরি করতে পারবেন ।

এছাড়াও প্রতিবেশীদের পোশাক তৈরির কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে আপনারা পরিবারকে স্বাবলম্বী করতে পারবেন । এ ছাড়াও ছাগলে পালনের মাধ্যমে অল্প সময়ের মধ্যে অধিক লাভবান হওয়া যায় মন্তব্য করে তিনি যত্ন সহকারে সঠিকভাবে লালন পালন করার আহ্বান জানান ।

এ সময় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিতরন কার্যক্রমে উপস্থিত ছিলেন । বেকারত্ব রোধ ও দারিদ্র্যতা বিমোচনে জনবান্ধব এমন উদ্যোগ নেয়ায় জেলা পরিষদ খাগড়াছড়ি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগীরা । একই দিন সকালে মাটিরাঙ্গা পৌরসভা এলাকার পূর্ব কাজীপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন । এ সময় দায়িত্ব পালনকালী ইন্জিনিয়ার ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্নধার ও মসজিদের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অপরাপর ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাক প্রাথমিকভাবে লে-আউট এর কার্যক্রম শুরু হয় ।