• July 8, 2025

খাগড়াছড়ি জেলা প্রশাসক লক্ষ্মীছড়ি আসছেন কাল

 খাগড়াছড়ি জেলা প্রশাসক লক্ষ্মীছড়ি আসছেন কাল

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার লক্ষ্মীছড়ি আসছেন আগামীকাল ৯জুলাই বুধবার। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার সকালেই তিনি খাগড়াছড়ি থেকে লক্ষ্মীছড়ির উদ্দেশ্যে যাত্রা করে প্রথমেই. পূর্ণ্যজ্যোতি শিশুসদন কম্পিউটার সেন্টার উদ্বোধন করবেন।

এরপর ডিপি পাড়া আশ্রয়ন পরিদর্শন, মডেল স্কুল পরিদর্শন, লক্ষ্মীছড়ি থানা পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, উপজেলা ক্রীড়া সংস্থার রুম উদ্বোধন ও লোগো উন্মোচন করোর পর বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনামূলক সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে উপজেলা কৃষি অফিস কর্তৃক শিক্ষার্থীদের নিকট গাছের চারা বিতরণ উদ্বোধন, দুস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও রেড ক্রিসেন্টকে উদ্ধার সরঞ্জাম প্রদান করবেন।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় পরিদর্শন, তৃণমূল এনজিও অফিস পরিদর্শন, দুল্যাতলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, দুল্যাতলী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন জেলা প্রশাসক।

সবশেষে ৩২টি দল নিয়ে শুরু হতে যাওয়া উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে খাগড়াছড়ির উদ্দেশ্যে লক্ষ্মীছড়ি উপজলা ত্যাগ করবেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া জানান, জেলা প্রশাসক মহোদয় লক্ষ্মীছড়ি উপজেলা সফরকালে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিবেন। বিকেল ৪টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টর  উদ্বোধন করবেন মাননীয় জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। ৩২টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট চলবে নকআউট পদ্ধতিতে। উদ্বোধনী খেলায় এফসি লেলাং ফুটবল একাদশ বনাম বাইন্যাছোলা রাইজিংস্টার ক্লাব লড়াই করবেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply