স্থায়ী অপসারণ জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

শেয়ার করুন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (দায়িত্ব থেকে বিরত) জিরুনা ত্রিপুরা-কে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (১৯৮৯ সনের ২০ নং আইন) এর ধারা ১২ (১) এর (গ) নম্বর উপ-ধারার বিধান মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, “জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মোঙ্গল চন্দ্র পাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েন।