খাগড়াছড়ি রিজিয়ন সেনাবাহিনীর অভিযান: একে ৪৭সহ বিপুল অস্ত্র-গোলা উদ্ধার

শেয়ার করুন

পাহাড়ের আলো : খাগড়াছড়ি রিজিয়নের সেনাবাহিনী রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর ৩টা ৩০ মিনিটে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের একটি বিশেষ টহল দল নরেন্দ্র কারবারি ত্রিপুরা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) সশস্ত্র দলের সদস্যরা সেনা টহল দলের ওপর অতর্কিতভাবে গুলি চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। সংঘর্ষের একপর্যায়ে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়।

তল্লাশিতে একটি সাবমেশিনগান, তিনটি দেশীয় তৈরি বন্দুক, একটি এলজি, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি, এসএমজির ২৫টি খালি গুলির খোসা, আরও বিভিন্ন ধরনের গুলির খোসা ও কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধার করা হয় চারটি ওয়াকিটকি, একটি মটরোলা সেট, চারটি ওয়াকিটকির চার্জার, দুটি ক্যামেরা, একটি স্পাই ক্যামেরা সানগ্লাস, একটি স্পাই ক্যামেরার চার্জার ডিভাইস, তিনটি পেনড্রাইভ, ইউপিডিএফ সংগঠনের চারটি পতাকা, পাঁচটি আর্ম ব্যান্ড এবং বারোটি বিভিন্ন ধরনের বই।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা প্রতিরোধে সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।

অভিযান চলাকালে স্থানীয় জনগণের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।