• April 29, 2025

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন, সভাপতি মাসুদ, সম্পাদক সাজ্জাদ

 খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল সম্পন্ন, সভাপতি মাসুদ, সম্পাদক সাজ্জাদ

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

২৮ এপ্রিল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কাউন্সিলররা ব্যালট পেপারের মাধ্যমে ২ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করা হয়। লাইনে দাঁড়িয়ে কাউন্সিলররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন।

খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল ২০২৫-এ মোট কাউন্সিলর ছিল ৩১৬ জন। যার মধ্যে ২৮৪ জন ভোট প্রয়োগ করেন। সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১ নারীসহ ৪ জন অংশ নেন। প্রত্যক্ষ ভোটে ১১১ ভোট পেয়ে সভাপতি হয় মাসুদ রানা ও ৯১ ভোট পেয়ে সাজ্জাদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ। এছাড়া অন্যান্যের মাঝে সংগঠনের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ তানু, খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল ইসলাম সুমন উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ১৫ বছরের অধিক সময় পর খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনকে ঘিরে ছাত্রদের মাঝে উৎফুল্লতা কাজ করছে।

কাউন্সিলে যোগ দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করা হচ্ছে

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply