• June 17, 2024

খাগড়াছড়িতে অসহায় বৃদ্ধাকে বসতঘর দিলেন সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিব বর্ষের অংশ হিসেবে দারিদ্রতার সাথে সংগ্রাম করা পাহাড়ের অসহায় বৃদ্ধা নারীর ঘর নির্মান করে দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা। স্বামী সন্তান হারা বৃদ্ধার পরিবারে দুই নাতি নিয়ে শীত, বর্ষা ও গ্রীষ্মে চালহিন ভাঙ্গা ঘরে থাকতেন।

এমন দৃশ্য দেখে মানবতার হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনীর ৩০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী। সকালে প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহরিয়ার জামান অসহায় বৃদ্ধার হাতে নব-নির্মিত ঘরের চাবি তুলে দেন। পাশাপাশি একই এলাকার বাসিন্দা স্নেহ কুমার চাকমাকেও তার ঘর মেরামতের জন্য ৫বান টিন তুলে দেয় দেন।

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নওরোজ নিকোশিয়ার, উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব, পৌর মেয়র মোঃ শামসুল হক সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post