• December 5, 2024

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ কর্মী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সদর উপজেলার অমৃত কারবারী পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউপিডিএফ(মূল)এর এক সশস্ত্র চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার(১৭ জানুয়ারি) সকালবেলা তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম কিরন চাকমা(৩৭)। সে বিলপাড়া ভাইবোনছড়া এলাকার শশি কান্তি চাকমার ছেলে বলে জানা গেছে। নিরাপত্তাবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটকের সময় তাঁর কাছ থেকে ১টি এলজি, ১রাউন্ড এ্যামুনিশন, আদায়কৃত চাঁদার নগদ ২হাজার টাকা ২টাকা, ১টি মোবাইল ফোন, ২টি চাঁদা আদায়ের রশিদ, ১টি নোটবুক ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালসহ আটককৃত সন্ত্রাসীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিরাপত্তাবাহিনীর জোন কমান্ডার লে কর্নেল আরাফাত হোসেন পিএসসি বলেন, জোনের আওতাধীন এলাকায় কোনো প্রকার অবৈধ কর্মকা- পরিচালনা করতে দেওয়া হবে না। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post