• July 4, 2025

খাগড়াছড়িতে অস্ত্র, গুলিসহ ইউপিডিএফ’র ১ যুবক আটক

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ শুক্রবার (১৭জুলাই) সন্ধ্যায় ইউপিডিএফের এক সোর্স আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটককৃত কামাল উদ্দিন (৩০) পানছড়ি উপজেলার মুসলিমপাড়া এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টায় কামাল উদ্দিনকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের দেওয়ানপাড়া থেকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারের পর তল্লাশি করে তার কাছ থেকে ১ এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করার কথা স্বীকার করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্বে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post