• November 23, 2024

খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে নতুন বছরের বই বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে উৎসব মুখর পরিবেশে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রতিবন্দ্বী শিশুদের মাঝে বই বিতরণ করেন। ১ জানুয়ারী বুধবার সকালে খাগড়াছড়ি জেলার শালবন এলাকায় কালেক্টরী প্রতিবন্দ্বী বিদ্যালয়ে শিশুদের মাঝে এই বই বিতরণ করেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এসময় বলেন, বিদ্যালটি প্রতিষ্ঠা লগ্নে ৪ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছিল। একটি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আরও ৫ লক্ষ টাকা অনুদান প্রদানের আশ্বাস দেন তিনি। খাগড়াছড়ি জেলা প্রতিবন্দ্বী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র মো: রফিকুল আলম প্রমূখ।

শ্রী শ্রী লক্ষী নায়ারণ মন্দিরে নতুন বছরের বই বিতরণ: এদিকে বুধবার ১লা জানুয়ারী সকালে শ্রী শ্রী লক্ষী নায়ারণ মন্দিরে নতুন বছরে নতুন দিনে কমলমতি শিশুদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম খাগড়াছড়ি জেলা শাখা আয়োজনে দেবব্রত ব্যানীর্জী উপস্থাপনায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এসময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জন্মষ্টমী উৎযাপন পরিষদ সভাপতি তপন কান্তি দে, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, সহকারী পরিচালক মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা ও গীতা শিক্ষা কার্যক্রম খাগড়াছড়ি জেলা শাখা দিপঙ্কর চন্দ্র মন্ডল প্রমুখ। এসময় সভাপতি সনাতন ছাত্র-যুব পরিষদ স্বপন ভট্টাচার্য্য, পূজা উৎযাপন পরিষদ সাধারণ সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য, সভাপতি রাধা মন্দির স্বপণ দেবনাথ, সাধারণ সম্পাদক লক্ষী নারায়ন মন্দির পরিচালনা কমিটি নির্মল দেব, ছাত্র ছাত্রী অভিভাবক উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post