খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৭ মার্চ শনিবার নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরার নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অংগ সংগঠনের অংশগ্রহণের মধ্য দিয়ে র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলস্থ বঙ্গবন্ধুর চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মহিলা আওয়ামী লীগের নেত্রী ও মহিলা সাংসদ বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, চাইথো অং মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, মংক্যচিং চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, মংসাইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, আব্দুল জব্বার, শতরুপা চাকমা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, সাবেক সভাপতি চন্দন কুমার দে, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ বিভিন্ন অংগ সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের ইতিহাসে এক অনবদ্য দলিল। এই ভাষণের মাধ্যমেই বাঙালি জাতি স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয় এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। এজন্যই আজ আমরা একটি স্বাধীন জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।
এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে সকলকে দেশ মাতৃকার সেবায় সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।