• November 23, 2024

দীঘিনালায় হত্যার মামলায় আনসার সদস্যের মৃত্যুদন্ড, আদালতের রায়

খাগড়াছড়ি প্রতিনিধি: দীঘিনালায় আনসার ভিডিপির পোস্ট কমান্ডারকে গুলি করে হত্যা মামলায় অভিযুক্ত আনসার সদস্য রফিকুল ইসলামকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসানের আদালত এ রায় প্রদান করে। দন্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম জামিনে বের হওয়ার পর পলাতক রয়েছে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩জুলাই দীঘিনালার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া চৌধুরী হিল আনসার পোস্টের ব্যারাকে বাক বিতন্ডার এক পর্যায়ে সৈনিক রফিকুল ইসলাম অস্ত্র দিয়ে পোস্ট কমান্ডার নায়ক আমির হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেন।

রায়ে সন্তোষ জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো জানান, আসামীর বিরুদ্ধে গঠিত চার্জ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত দন্ডবিধি ৩০২ ধারায় মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post