খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক‍্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

 খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক‍্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
খাগড়াছড়ি প্রতিনিধি: “ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এই শ্লোগানকে সামনে রেখে ০৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে খাগড়াছড়ি সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৮ জুন বুধবার  সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ির জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের’র সভাপতিত্বে, এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া,ডেপুটি সিভিল সার্জন মিঠুন চাকমা, জেলা প্রশাসকের প্রতিনিধি,অতিরিক্ত জেলাপ্রশাসক রাজস্ব কাজী মোহাম্মদ আমিন উল্লাহ,পুলিশ সুপারের প্রতিদিন, পুলিশ পরিদর্শক তদন্ত, আবুল হাসান, জেলা স্বাস্থ্য বিভাগের সিনিয়র স্বাস্থ্য  শিক্ষা কর্মকর্তা মেমং মারমা প্রমুখ।
সংবাদ সম্মেলন জানানো হয়, আগামী ১২ জুন সারাদেশে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে, যা ১৫ জুন পর্যন্ত ইপিআই কেন্দ্র সমূহে সকাল ০৮টা থেকে থেকে বিকাল ৪টা পর্যন্ত, ৪ দিন ব্যাপী চলমান থাকবে।
এই রাউন্ডে খাগড়াছড়ি জেলায় ৬ মাস থেকে ১২ মাস বয়সী ১৫,৪০৩ জন শিশুকে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী  ৯১,৪০৩ জন শিশুকে একটি করে লাল রঙের, মোট:১০৬৪৮২ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post