খাগড়াছড়িতে নতুন ২২জনসহ মোট করোনায় আক্রান্ত ১৪৭জন, লক্ষ্মীছড়িতে পুলিশসহ ২জন
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলায় নতুন ২২জনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত ১৪৭জন। এদিকে লক্ষ্মীছড়ি উপজেলায় প্রথম করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে এক পুলিশ সদস্য এবং অপরজন লক্ষ্মীছড়ি বাজারের তেল ব্যবসায়ী। এদিকে নতুন করে আরো ২২জন সহ জেলায় মোট আক্রান্ত ১৪৭জন। খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ এ খবর নিশ্চিত করেন। জানা যায়, সদরে ১১জন, রামগড়ে ২জন, পানছড়িতে ১জন, মাটিরাঙ্গায় ৪জন, লক্ষ্মীছড়িতে ২জন ও মানিকছড়িতে ২জনসহ মোট আক্রান্ত ২২জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪৭জন। এর মধ্যে ৩৪জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
লক্ষ্মীছড়ি উপজেলা: লক্ষ্মীছড়ি উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজি সাইফুল আলম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ জুন ক´বাজার উখিয়া ফেরত লক্ষ্মীছড়ি থানার ৪জন পুলিশ সদস্য এবং ৩জন সাধারণ রোগীর পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। ২১জুন রবিবার এক সপ্তাহ পর তাদের রিপোর্ট আসলে ২জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৪৫জনের পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল। এই প্রথম লক্ষ্মীছড়িতে করোনা রোগী শনাক্ত হলো। জানা যায়, লক্ষ্মীছড়ি বাজারের তেল ব্যবসাীয় মো: লিটন নমুনা পরীক্ষা করায় করোনা পজিটিভ শনাক্ত হলো। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবির জানান, করোনায় আক্রান্ত হওয়া পুলিশ সদস্য সম্পূর্ণ সুস্থ্য আছে। করোনার কোনো উপসর্গ নেই। সে আইসোলেশনে ভর্তি আছে। এদিকে লিটনের নিজ বাড়ি লকডাউন করা হয়েছে।
মানিকছড়ি উপজেলা: মানিকছড়ি উপজেলায় ২১ জুন আরো ২জনের দেহে ‘করোনা’ শনাক্ত হয়েছে। একজন পুলিশ ও একজন ইউপি সদস্য। এ নিয়ে মোট আক্রান্ত ১৬জন । সকলে আইসোলেশন ও হোম কোয়ারেন্টাইনে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২১ জুন বিকালে প্রাপ্ত রির্পোট অনুযায়ী মানিকছড়িতে নতুন করে ২জনের দেহে‘করোনা’ পজেটিভ রির্পোট পাওয়া গেছে। এদেও একজন পুলিশ সদস্য। অন্যজন যোগাছোলা ইউপি সদস্য। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্ত ১৬জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশন, হোম কোয়ারেন্টাইন শনাক্তরা চিকিৎসাধীন রয়েছে। কারো শরীরে উল্লেখযোগ্য ‘করোনা’ উপসর্গ নেই। সকলে শারীরিকভাবে সুস্থ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা বলেন, আক্রান্তরা প্রশাসনিক আইসোলেশন,হোম কোয়ারেন্টাইন ও ২জন নিজ বাড়ীকে লকডাউন অবস্থায় রয়েছে।
হাসপাতালে মারা যাওয়া আনসার সদস্য করোনা পজিটিভ: খাগড়াছড়ি জেলায় প্রথম করোনা আক্রান্তে মৃত্যুর ঘটনা ঘটলো। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ। তিনি জানান, খাগড়াছড়ি জেলা সদরের কুমিল্লা টিলা ৩৭ আনসার ব্যাটালিয়নের সদস্য মফিজুল ইসলাম গত ১২ জুন “জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হলে পরের দিন সকাল ৮টায় তার মৃত্যু হয়। তার করোনা নমুনা সংগ্রহ করে পাঠানো হলে শনিবার(২০ জুন) ফলাফল পজিটিভ আসে।
তিনি আরো জানান, এ রোগী হাসপাতালে দেরীতে এসেছে। নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসে। তিনি হৃদরোগের রোগী এবং শ্বাসকষ্ট নিয়ে পুর্বেও কয়েকবার ভর্তি হয়েছিলেন। নমুনা রিপোর্ট দেরীতে আসার কারণে রোগিদের চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে। দ্রুত রিপোর্ট পাওয়া গেলে চিকিৎসা দিতেও সুবিধা হতো। করোনা সুস্থ্য হয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত ১হাজার ৫‘শ ৮০ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ফলাফল এসেছে ১হাজার ১‘শ ৭১ জনের।