• December 26, 2024

খাগড়াছড়িতে পাচউবো ফুটবল টুর্নামেন্ট: দ্বিতীয় দিনে জয় পেলো রেগা স্পোর্টিং ক্লাব

খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর অর্থায়নে দ্বিতীয় বারের মতো খাগড়াছড়ি স্টেডিয়ামে চলমান টুর্নামেন্ট’র দ্বিতীয় ম্যাচে বুধবার ৩-০ গোলে জয় পেয়েছে রেগা স্পোর্টিং ক্লাব।

কমলছড়ি পল্লী কল্যাণ সমবায় সমিতি’র খেলোয়াররা ভালো খেললেও রেগা’র হয়ে খেলতে আসা নাইজেরীয় খেলোয়ার কস্তা’র চমৎকার ক্রীড়া নৈপূণ্যে প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায়, দ্বিতীয়ার্ধের ১ মিনিটের মাথায় কস্তা আরো একটি গোল করেন। আর ২৫ মিনিটের মাথায় রেগা’র প্রণয় চাকমা আরো একটি গোল করেন। বৈরী আইন-শৃঙ্খলার পরিস্থিতির মধ্যেও শান্তিচুক্তি’র জন্য খ্যাতিমান স্টেডিয়ামে ক্রীড়ামোদীর উপস্থিতি যেমন ছিল তেমনি ছিল সাবেক ও প্রবীন ক্রীড়া সংগঠক ও খেলোয়ারদের উপস্থিতি।

ম্যাচ শেষে ‘হোন্ডা’ ও মেসার্স আম্বিয়া ট্রেডার্স-এর সৌজন্যে বিনামূল্যের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এসময় জেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, জেলা ফুটবল এসোসিয়েশন’র সভাপতি অনুপ কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সভাপতি সাংবাদিক আজিম-উল হক, অতিরিক্ত সা: সম্পাদক ধুমকেতু মারমা, র‌্যাফেল স্পনসর মের্সাস আম্বিয়া ট্রেডার্স-এর মালিক মো: ঈসমাইল হোসেন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম সা: সম্পাদক আব্দুস সবুর, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক ও সাবেক কৃতী ফুটবলার কৃতিরাজ চাকমা ঝিনুক, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক মুকুল চাকমা, জেলা ক্রীড়া সংস্থা’র যুগ্ম-সম্পাদক ধীমান খীসা এবং মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা’র সা: সম্পাদক রোকন মিয়া।

সাবেক কৃতী ফুটবলার তুহিন কুমার দে প্রধান রেফারি এবং সহকারি রেফারি হিসেবে ক্যহ্লাচাই চৌধুরী, অংসা মারমা ও প্রদীপ ত্রিপুরা দায়িত্ব পালন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post