কলহের জেরে খাগড়াছড়িতে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী ইয়াছিন(৩১) এর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শহরের শালবাগানে এ ঘটনা ঘটলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী সুমি আক্তারকে(২৫) পুলিশ আটক করেছে।
ইয়াছিনের মা বকুল বেগম জানান, আজ থেকে ৮ বছর আগে পারিবারিক ভাবে ইয়াছিন ও সুমির মধ্যে বিয়ে হয়। কিন্তু তাদের সন্তান না হওয়ায় প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। গত ১০ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে স্বামী ইয়াছিনের সাথে স্ত্রী সুমি আক্তারের ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী সুমি আক্তার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে স্বামী ইয়াছিন গুরুতর আহত হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় স্ত্রী সুমি আক্তারকে আটক করা হয়েছে।