• November 22, 2024

খাগড়াছড়িতে পালিত হচ্ছে বঙ্গবন্ধু’র শততম জন্মবার্ষিকী

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলায় নানা অনুষ্ঠঅনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ১৭ মার্চ, মঙ্গলবার দিবসটি পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হলেও করোনা ভাইরাসজনিত কারণে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে, সকাল সাড়ে ৬ টায় আওয়ামী লীগ জেলা কার্যালয়সহ সকল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় টাউনহলস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৮ টায় জেলা কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল, ৯টায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ির সাংসদ ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, চাইথো অং মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা, মংসাইপ্রু চৌধুরী অপু, পার্থ ত্রিপুরা জুয়েল, মোঃ আব্দুল জব্বার, জুয়েল চাকমা, খগেশ্বর ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরাসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ হতেও নানা কর্মসূচি নেয়া হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post