• June 17, 2024

খাগড়াছড়িতে প্রিয়দর্শীর চাকমার নেতৃত্বে শতাধিক নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান

 খাগড়াছড়িতে প্রিয়দর্শীর চাকমার নেতৃত্বে শতাধিক নেতৃবৃন্দ বিএনপিতে যোগদান

স্টাফ রিপোর্টার: সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ছাত্রসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রিয়দর্শী চাকমার নেতৃত্বে, শতাধিক পাহাড়ি নেতৃবৃন্দ বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

৮ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ৭ টায় কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বিপুল সংখ্যক পাহাড়ি নেতৃবৃন্দ যোগদান করেন।

এ সময় দলে নবাগতদের বিএনপিতে স্বাগত জানিয়ে ওয়াদুদ ভূইয়া বলেন, বিএনপি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের নিরাপত্তা আস্থার ঠিকানা। ফলে দুর্দিনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের দলে দলে প্রতিনিয়ত বিএনপিতে যোগদানের হিড়িক পড়ছে। ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সকল সম্প্রদায় হতে যোগ্য ব্যক্তিদের কে বিনা পয়সায় চাকরি ও অতীতের ন্যায় প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কাজের প্রতিশ্রæতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আফসার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, এডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ দলে নবাগত প্রিয়দর্শী চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, আব্দুর রব রাজা, খনিরঞ্জন ত্রিপুরা, আবু তালেব, উপজাতীয় বিষয়ক সম্পাদক অটল চাকমা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,সাংগঠনিক সম্পাদক ওয়াসিম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হৃদয় নূর,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম সহ সিনিয়র নেতৃবৃন্দ প্রমুখ ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post