খাগড়াছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উফলক্ষে সাংস্কৃতিক অুণ্ষঠানের আয়াজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা টাউন হলে গিয়ে শেষ হয়।
পরে সেখানে বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়। বাঙ্গালী সংস্কৃতির পাশাপাশি জেলায় বসবাসরত অন্য জাতিসত্তার পোষাক পরিচ্ছদ, সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। শোভাযাত্রায় খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিভিন্ন সরকারি দফতর, বেসরকারি উন্নয়ন সংস্থা, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে শোভাযাত্রায়।