• November 24, 2024

গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে খাগড়াছড়ি জেলা বিএনপি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে গণতন্ত্র হত্যা দিবস পালন করা হয়েছে।

৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে মিল্লাত চত্তর থেকে একটি কালোপতাকা মিছিল বের করা হয়। মিছিলটি ভাঙ্গাব্রিজ সংলগ্ন এলাকায় আসলে পুলিশ বাঁধা দেয়। বাঁর্ধা পেয়ে নেতা-কর্মীরা শ্লোগান দিতে থাকে। পরে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বক্তব্য রাখেন। তিনি কলেন, একাদশ সংসদ নির্বাচনের আগের দিন রাতে ভোট ডাকাতি করা হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার লুট কর অবৈধভাবে আওয়ামীলীগ ক্ষমতা ধরে রেখেছে। ভোটডাকাতির সরকারের কারাগার থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে করতে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুত হওয়ার আহবান জানান। ওয়াদুদ ভূইয়া নির্বাচন কমিশনের নানা অনিয়ম তুলে ধরেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার ও জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবশে বিভিন্ন উপজেলার নেতা-কর্মী, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post