খাগড়াছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণাথী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, সিভিল সার্জন মো. ইদ্রীস মিঞা । প্রধান অতিথি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, একটি দেশের প্রধান সম্পদ হলো সে দেশের কর্মকম জনসংখ্যা। কর্মহীন অতিরিক্ত জনসংখ্যা সম্পদের স্থলে বোঝায় পরিণত হয়। কারণ অপরিকল্পিত কোন কিছুই মঙ্গলজনক নয়। ফলে পরিকল্পিত দেশ গড়তে জন্ম নিয়ন্ত্রণ ও বাল্য বিবাহ প্রতিরোধ করা জরুরি।