• November 22, 2024

খাগড়াছড়িতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী খাগড়াছড়িতে পালিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সাংসদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, খাগড়াছড়ি জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাছির শিকদার ও যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া বলেন, বর্তমান সরকার চুনোপুঁটি যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ, ছেচড়া নেতা ও ক্যাসিনো হোতাদের আটকের নাটক সাজিয়ে বিদেশী রাষ্ট্রের চোখে ভালো সাজার চেষ্টা করছে। দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের রক্ষার চেষ্টা করছে সরকার। মিথ্যা দিয়ে কখনো অপকর্ম ঢাকা যাবে না। লুটপাট, অনিয়মের স্বর্গরাজ্য সৃষ্টিকারী সরকারের এমপি-মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা করে দ্রুত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন তিনি।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনের উদ্বাধন করেন ওয়াদুদ ভূইয়া।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post