• December 24, 2024

খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

 খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলের হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, খাগড়াছড়ি জেলা শহরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগো’।

এবারের মৌসুমের চলমান শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিশেবে ২৭ নভেম্বর শনিবার সকালে খাগড়াছড়ি গেইট সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস’র সহযোগিতায় সংগঠনটি দুঃস্থ, অসহায়, মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী, রিক্সা চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে।

এসময় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আবু দাউদ, একাত্তর টিভি’র প্রতিনিধি রুপায়ন তালুকদার, জাগো সংগঠনের সভাপতি নয়ন বড়ুয়া এবং সহ-সভাপতি রনি দে উপস্থিত থেকে শীতবস্ত্র হাতে হাতে বিতরণ করেন।

এতে জাগো সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জোবায়ের, উত্তম দেসহ জাগো সংগঠনের সদস্য বৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৫০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post