• December 22, 2024

খাগড়াছড়িতে ২০ দিনব্যাপি শুরু হলো তাঁত ও হস্ত শিল্প প্রদর্শন

 খাগড়াছড়িতে ২০ দিনব্যাপি শুরু হলো তাঁত ও হস্ত শিল্প প্রদর্শন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা সদর উপজেলা পরিষদ মাঠে খাগড়াছড়ি নিউজিল্যান্ড নারী কল্যাণ সমিতি’র উদ্যোগে ২০দিনব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প প্রদর্শনী মেলা শুরু হয়েছে।

২৫ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে ৫টায় ফিতা কেটে ও রঙ্গিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: এরফান উদ্দিন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা প্রমুখ।

২০দিনব্যাপী তাঁত বস্ত্র ও হস্ত শিল্প মেলায় থাকছে চারটি প্যাভিলিয়নে প্রায় অর্ধশতাধিক দোকান। এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানী, তাঁতের শাড়ি, কুটির শিল্প, বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোশাক ও প্রসাধনী। আরো রয়েছে ফুলের টব, ও হাতে তৈরি প্যাকেটজাত নানান ধরনের খাদ্য সামগ্রী। উদ্বোধনী শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post