খাগড়াছড়িতে ২ ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড ও ৬ মাস কারাদণ্ড
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে ২ ভুয়া চিকিৎসককে ৬ মাস কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৮মে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের মেহেদীবাগ ও নারিকেলবাগান এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল জানান, বাংলাদেশ মেডিকেল ওডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া ইমদাদুল হক লাবু ও এস কে ধর নামে দু’জন ভুয়া চিকিৎসক দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনা ও মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহারের দায়ে দুই জনকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থ দণ্ড করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা স্বাস্থ্য বিভাগের নিবন্ধন বিহীন চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।