• November 21, 2024

খাগড়াছড়িতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

 খাগড়াছড়িতে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি: “ফাস্ট ফুড নয় চাই সুষম খাবার” প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার হল রুমে শুরু হওয়া এ মেলার আজ সমাপ্তি হয়। এতে গুইমারা সরকারি কলেজ, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হাফছড়ি উচ্চ বিদ্যালয়, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়, শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় ও গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের ষ্টলে ফাস্ট ফুড ও সুষম খাবারের প্রদর্শন করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, নির্বাহী অফিসার তুষার আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা। এতে বিচারক প্যানেলে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক শান্তনু মহাজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা’সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post