খাগড়াছড়ির ৮ উপজেলায় মনোনয়ন প্রত্যাহার করলেন যারা
খাগড়াছড়ি প্রতিনিধি:-খাগড়াছড়ি জেলার ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জনসহ ২০ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জাতীয় পাটির প্রার্থী মো. নজরুল ইসলাম মাসুদ, তরুন আলো দেওয়ান, পানছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অনিল চন্দ্র চাকমা, অনিল কান্তি দে, মাটিরাঙ্গা উপজেলায় মো. ইসমাইল হোসেন, দীঘিনালা উপজেলায় রাজ্যময় চাকমা, ধর্মবীর চাকমা, বিশ^ কল্যাণ চাকমা, সাধন চন্দ্র চাকমা, উমেশ কান্তি চাকমা, মহালছড়ির সোনা রতন চাকমা এবং রামগড় উপজেলার নূরুল আলম আলমগীর ও আব্দুল কাদের।
অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহালছড়ির সপ্না চাকমা ও রামগড়ে নিউসং মগ।
ভাইস চেয়ারম্যান পদে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে দিদারুল আলম, পানছড়িতে মো. এমরান হোসেন, দীঘিনালার অনুপম চাকমা, মানিকছড়িতে সামায়উন ফরাজী, মো. জাহেদুল আলম, মো. নাসির উদ্দিন।