খাগড়াছড়ির নতুন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করছে মোহাম্মদ আবদুল আজিজ। খাগড়াছড়ি পুলিশ সুপার আহমার উজ্জামান পিপিএম সেবা অন্যত্র বদলী হওয়ার কারণে ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে নতুন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ যোগদান করলেন।
এর আগে ঢাকা পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক কার্যালয়ে তিনি কর্মরত ছিলেন। যোগদান কালে তাকে গার্ড অব অনার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান, খাগড়াছড়ি জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ।

নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও ক্রাইম, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) এমএম সালাহউদ্দীন। এছাড়াও খাগড়াছড়ি সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম, খাগড়াছড়ি গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো: আব্দুস ছামাদ মোড়ল, খাগড়াছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ, টিআই সদর ট্রাফিক, সদর পুলিশ ফাঁড়ি ও সিভিল স্টাফবৃন্দ ফুল দিয়ে নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post