• July 7, 2025

খাগড়াছড়ির ভুয়াছড়ি ও মাটিরাঙ্গায় পৃথক বজ্রপাতে দুই জন নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির জেলা সদরের ভুয়াছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় পৃথক বজ্রপাতে দুই শ্রমজীবির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ১টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের ভুয়াছড়িতে বজ্রপাতে রমজান আলী(৪৫) নামে এক দিন শ্রমিক নিহত হয়।

এ সময় তিনি ঘরের বারান্দায় বসে ছিলেন। ঘটনার পর পরিবারের লোকজন তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অপর দিকে দুপুর একটার দিকে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে বজ্রপাতে মোঃ আদম আলী(৪০) নামের আরেক কৃষক ও তার একটি গরু মারা যায়। স্থানীয়রা জানান, আদম আলী তার জমিতে কৃষি কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। কাজ ছেড়ে জমি ত্যাগ করার আগেই বজ্রপাতে তার মৃত্যু হয়। নিহত দুইজনের লাশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post