মানিকছড়িতে লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের আছাদতলী সংলগ্ন রৌশনআলী পাড়া থেকে মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলার রৌশন আলী পাড়া থেকে শুক্রবার ২ জুন রাতে খবর পু্লশি নিহতের লাশ উদ্ধার করে। মো. মনির হোসেন স্ত্রীর সাথে অভিমান করে বিষপান করে জঙ্গলে গিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্র জানায়।
সূত্রে জানা যায়, ২ জুন শুক্রবার জুম্মার আগে স্ত্রী ও ১২ বছর বয়সী পুত্র সন্তানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষের বোতল নিয়ে বেরিয়ে যায় মো. মনির হোসেন। পরে অনেক খোঁজা খুজির পর রাত সাড়ে ১০টার পর জঙ্গলে লাশের সন্ধান পায় স্বজনরা।
পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মনির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের রৌশনআলী পাড়ার বাসিন্দা ছিদ্দিকুর রহমানের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী (মুদি দোকানদার) বলে জানা যায়। মানিকছড়ি থানা পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।