• May 14, 2024

খাগড়াছড়ি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত

খাগড়াছড়ি প্রতিনিধি: “মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা” এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

র‌্যালীতে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। র‌্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে শাপলা চত্ত্বর ঘুরে পুরায় টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন প্রমূখ।
এর আগে বেলুন উড়িয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post