খাগড়াছড়ি জেলা পরিবহন চালক ও সহকারী বহুমুখী কল্যাণ সমিতির শপথ
খাগড়াছড়ি: আজ সোমবার সকাল ১১টায় মানিকছড়ি মুহামুনি খাগড়াছড়ি জেলা পরিবহন চালক ও সহকারী বহুমুখী কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে নব নির্বাচিত কমিটির শপত গ্রহন অনুষ্ঠান অনুঠিত হয়েছে।
শপথ অনুষ্টানে শপথ পুড়ান মানিকছড়ি সমাজ সেবা অফিসার কামাল উদ্দিন।
সভাতি শাহ আলম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক আকরাম সহ সকল সদস্যরা এই শপথ পাঠ করেন।