• December 22, 2024

খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হলেন কল্যাণ মিত্র বড়ুয়া

 খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হলেন কল্যাণ মিত্র বড়ুয়া

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া। রাস্ট্রপতির আদেশক্রমে বোরবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবু রাফা মুহাম্মদ আরিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

পার্বত্য জেলা পরিষদ আইন (১৯৮৯ সনের ২০ নম্বর আইন ও ২০১৪ সনের ১৭ নম্বর আইন দ্বারা সংশোধিত) এর ২ (২) (ঘ) অনুযায়ী অ-উপজাতী সদস্যের শূন্য পদে মনোনয়ন পেয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রবীণ এই নেতা।

এর আগে ওই পদে নিযুক্ত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।

২০২১ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে জেলা পরিষদের সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন তিনি। সেই থেকে এতোদিন শূন্য ছিলো ওই পদটি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post