খাগড়াছড়ি দিবস পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি: আজ খাগড়াছড়ি দিবস। ১৯৮৩ সালের ৭ নভেম্বর রামগড় মহাকুমাকে খাগড়াছড়ি জেলায় রূপান্তরিত করা হয়। সেই থেকে এ দিনটিকে খাগড়াছড়ি দিবস হিসেবে পালন করা হয়।
সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মধ্যদিয়ে খাগড়াছড়ি দিবস পালিত হয়েছে। জেলা ঘোষণার ৩৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে খাগড়াছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশনের (কেবিডিএ) ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: শাহ আলম।
এসময় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: নয়নময় ত্রিপুরাসহ কেবিডিএ’র উপদেষ্টা, সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।