• April 15, 2025

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল চাকমা

স্টাফ রিপোর্টার: তরুণ আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। তিনি বৃহস্পতিবার (১৯ জুলাই) থেকে আগামী ২৭ জুলাই পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান, পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী সরকারি অর্থায়নে ১৯ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ব্যাংকক ও সিংগাপুরে স্টাডি ট্যুরে থাকবেন। এই সময়কালে আর্থিক বিষয়াদি ছাড়া অন্যসব রুটিন ওয়ার্ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিশেবে জুয়েল চাকমা পালন করবেন।

উল্লেখ্য, সাবেক ছাত্রনেতা জুয়েল চাকমা জেলা আওয়ামীলীগের রাজনীতি ছাড়াও দীর্ঘদিন ধরে একজন সফল ক্রীড়া সংগঠক হিশেবে জেলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post